টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ৪৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে। এই ব্যাচের এক হাজার ৩৬৩ জন প্রশিক্ষণার্থী কনস্টেবল কুচকাওয়াজে অংশ নেয়।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম।
অতিথিরা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার পর প্যারেড অধিনায়ক প্রধান অতিথির নিকট থেকে সমাপনী কুচকাওয়াজ শুরু করার অনুমতি নিয়ে প্যারেড শুরু করেন। এরপর ছয়জন উপ-পুলিশ পরিদর্শকের নেতৃত্বে প্রশিক্ষনার্থীদের ৬টি দল এই সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহণ করে। সমাপনী কুচকাওয়াজের অধিনায়কত্ব করেন বাংলাদেশ পুলিশের সশস্ত্র পুলিশ পরিদর্শক মীর আব্দুল ওহাব।
তারপর প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে সমাপনী কুচকাওয়াজ শেষ করে। এরপর শুরু হয় পুলিশের নতুন প্রশিক্ষণপ্রাপ্ত অন্যান্য বিভাগের কসরত প্রদর্শণ। এরমধ্যে আর্মড ব্যাটেলিয়ন, কারাতে, জুডো ও বডি বিল্ডারদের শারিরিক কসরত প্রদর্শন করা হয়।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান