দেড় শতাধিক যাত্রী নিয়ে ঘন কুয়াশায় আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাটগামী একটি লঞ্চ যমুনা নদীর মধ্যে ডুবোচরে আটকা পড়েছে। রবিবার রাতে মানিকগঞ্জ জেলার আরিচা ঘাট থেকে কাজিরহাটের উদ্দেশে রওনা দেয় লঞ্চটি। কিছুক্ষণ যাত্রার পর লঞ্চটি একটি ডুবোচরে আটকা পড়ে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, রাত ৮টার দিকে আমরা খবর পাই যমুনা নদীতে দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। আমাদের তো এই থানায় নৌ পুলিশ নেই। এখানে আমাদের করণীয় কিছু নেই। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানে অবহিত করা হয়েছে। মূলত লঞ্চটি পাবনার একটি পরিবহনের নির্দিষ্ট যাত্রী পারাপার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার