ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে শামীম সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম ওই গ্রামের আলমাস সরকারের ছেলে। এ ঘটনায় পুলিশসহ বেশকয়েক জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরলাপাং গ্রামের বাসিন্দা জাফর ও ফারুকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের বেশ কয়েকটি মামলাও রয়েছে। এসব মামলার কিছু আসামি পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামেও বসবাস করেন। রবিবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে মির্জাচর গ্রাম থেকে কিছু লোক এসে চরলাপাং গ্রামে হামলা চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয় শামীম। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/হিমেল