নারায়াণগঞ্জে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। আড়াইহাজারে ডাকাতি শেষে পালানোর সময় তাকে গণপিটুনি দেয়া হয়। সোমবার বিষয়টি নিশ্চিত আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক।
এ ব্যাপরে তিনি জানান, রবিবার দিনগত রাতে উপজেলার বড় ফাউসা গ্রামের খলিল মিয়ার বাড়িতে ডাকাতি করতে একদল ডাকাত প্রবেশ করেন। ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়।
নিহত ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ