লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলে আগুন পোহাতে গিয়ে দগ্ধ সুখময়ী (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুখময়ী সদর উপজেলার তিস্তা চরাঞ্চলের রাজপুর এলাকার মৃত বিশ্বেশর রায়ের স্ত্রী।
জানা যায়, শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে খড় জ্বালিয়ে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হন সুখময়ী। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/হিমেল