তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। সেই সাথে আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যাও বাড়ছে। উত্তরাঞ্চলের জেলা রংপুরে শীতে বিভিন্ন স্থানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও চার নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ মাসে আগুনে পুড়ে ১৪ জনের মৃত্যু হল।
জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিন নারী এবং রোববার রাত ১০টার দিকে আরও এক নারীর মৃত্যু হয়।
এ ব্যাপারে রংপুর বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম জানান, তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিন নারী এবং রবিবার রাত ১০টার দিকে আরেক নারীর মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ