খুলনায় ট্যাংকলরী আটক ও হয়রানির প্রতিবাদে আজ সকাল থেকে জ্বালানী তেল উত্তোলন ও বিপনন বন্ধ রেখেছে ট্যাংকলরী শ্রমিকরা। এতে খুলনার তিনটি তেল ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি খুলনা বিভাগসহ ১৬টি জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
শ্রমিক নেতৃবৃন্দ জানান, রবিবার বিকালে ট্রাফিক পুলিশ খুলনার গোয়ালখালিতে ফরিদপুর থেকে আসা একটি ট্যাংকলরি অন্যায়ভাবে আটক করে মামলা দেয় ও হয়রানি করে। এর প্রতিবাদে কর্মবিরতি পালন করা হচ্ছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তথ্য অনুযায়ী, ধর্মঘটের কারণে প্রায় ২০ লাখ লিটার জ্বালানী তেল উত্তোলন ব্যাহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) ট্যাংকলরী শ্রমিক কার্যালয়ের সামনে শ্রমিকদের সমাবেশ চলছিল।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/হিমেল