নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ভারতী রানী (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। আর এ ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতদেরকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ভারতী রানী পত্নীতলা উপজেলার নজিপুর বাজারের সুকুমার কুমারের স্ত্রী।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা সরদারপাড়া মোড়ে সাপাহারগামী একটি মালবাহী ট্রাক্টর একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা ভারতী রানী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ভ্যানে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আর এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর/হিমেল