বাংলাদেশ প্রতিদিন সম্পাদক প্রখ্যাত সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি এবং গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা নাগরিক চিন্তার আয়োজনে সোমবার দুপুর বারোটায় পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাধ্যমে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়। পঞ্চগড় প্রেসক্লাবের স্থায়ী পরিষদের সদস্য ও সাপ্তাহিক পঞ্চবার্তার সম্পাদক প্রবীণ সাংবাদিক আলমগীর জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠ ও ডিবিসি নিউজের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, জেলা প্রেসক্লাবের সম্পাদক শাহাজালাল, সভাপতি আনিছ প্রধান, পঞ্চগড় প্রেসক্লাবের সম্পাদক সফিকুল আলম, প্রখ্যাত ইতিহাসবিদ শাহনাজ হুসনে জাহান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণততন্ত্র আছে কাগজে কলমে। বাকস্বাধীনতা যেখানে রুদ্ধ হয়ে পড়েছে সেখানে গণতন্ত্রের চিন্তা অর্থহীন। তারা অবিলম্বে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যমলদত্তসহ যে সকল গণমাধ্যম কর্মীর উপর মামলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে সাগর রুনি হত্যা মামলার দ্রুত বিচার দাবি করেন। নঈম নিজামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে সামনের দিনে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তারা ।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/হিমেল