বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নেত্রকোনা সাংবাদিক সমাজ। আজ বেলা পৌনে ১২ টায় নেত্রকোনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কর্মরত সাংবাদিকদের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষক রাজনীতিবিদ ও সাধারণ পাঠক।
এসময় প্রতিবাদ সমাবেশে নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবসহ সভাপতি হয়দার জাহান চৌধুরী, সম্পাদক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, স্থানীয় দৈনিক আলোকিত নেত্র পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান, যুগান্তরের প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী, ভোরের কাগজ পত্রিকার প্রতিবেদক লিটন ধর গুপ্ত, প্রেসক্লাব কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস, টেলিভিশন মিডিয়া ফোরামের সম্পাদক আনিছুর রহমান, সাংবাদিক আলপনা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/হিমেল