লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে সোমবার সকালে একশ’ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। তার নাম বাবুল মিয়া, বয়স ৩৯ বছর। উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একশ’ বোতল ফেনসিডিলসহ বাবুলকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
বাবুল মিয়া হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানীর কাবলির ডাংগা এলাকার গোলাপ জব্বারের ছেলে।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ