টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বেতডোবা এলাকায় ১৩ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খলিলুর রহমান তালুকদার (৪০) নামে গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে এলেঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত খলিলুর রহমান ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মৃত আব্দুল জলিল তালুকদারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, কালিহাতী পৌরসভার বেতডোবা গ্রামে খলিলুর রহমান তালুকদারের ভাড়া বাসায় কাজ করার জন্য উপজেলার কাঁচতলা গ্রামের ১৩ বছরের এক শিশুকে গত মঙ্গলবার নিয়ে আসে। গত শুক্রবার গৃহকর্তা খলিলুর রহমান তালুকদার ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের পক্ষ থেকে সোমবার ঘটনাটি কালিহাতী থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে সোমবার বিকালে এলেঙ্গা বাজার থেকে গৃহকর্তা খলিলুর রহমান তালুকদারকে আটক করে।
শিশুটির পরিবার আরও জানায়, ধর্ষক খলিলুর রহমান তালুকদার ধর্ষণের ঘটনা কারও কাছে প্রকাশ করা হলে শিশু ও তার পিতাকে মেরে ফেলার হুমকি দেয়। কালিহাতী হাসপাতালে মেয়ের অবস্থার অবনতি হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শিশুটিকে কালিহাতী হাসপাতাল থেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন