বরিশাল বিভাগে সমাজসেবা অধিদফতরের আওতাধীন শিশু পরিবার সমূহের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ধোধন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর দক্ষিণ আলেকান্দা সরকারি শিশু পরিবার (বালক) মাঠে উদ্বোধন করেন সমাজকল্যান মন্ত্রী মো. রাশেদ খান মেনন এমপি।
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের সভাপতিত্বে দুই দিনব্যাপী বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ক্রীড়া শিক্ষা বিকাশের লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ শিশু সদনে খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের এমপি জেবুন্নেছা আফরোজ এবং বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন এবং মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ৬ জেলার ১৪টি শিশু পরিবারের ৩ শতাধিক প্রতিযোগী ২৯টি ইভেন্টের খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্ধিতা করছে। বিজয়ীদের মধ্যে আজ বুধবার দ্বিতীয় ও শেষ দিন পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ফারজানা