কীর্তনখোলা নদীর পূর্ব তীরে বরিশাল সদর উপজেলা ও বাকেরগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন পিছিয়ে থাকা ৭টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জেলা পরিষদ সদস্য মো. মুনাওয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আনসার আলী হাওলাদার এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদুল আলম জাহাঙ্গীর সহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে চন্দ্রদ্বীপ উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
কীর্তনখোলা নদীর পূর্ব তীরের বরিশাল সদর উপজেলার উন্নয়ন বঞ্চিত চরকাউয়া, চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহন এবং বাকেরগঞ্জের চরামদ্দী, চরাদি ও দাড়িয়াল ইউনিয়ন নিয়ে নতুন স্বতন্ত্র চন্দ্রদ্বীপ উপজেলা গঠনের দাবি উত্থাপন করা হয় ২০১২ সালে। প্রস্তাবনাটি উপজেলা স্থাপন সংক্রান্ত সচিব কমিটির নির্দেশে অধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এই উপজেলা বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে বরিশালের জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেন। বর্তমানে এই উপজেলা ঘোষণা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি বরিশালে প্রধানমন্ত্রীর সফরের দিন এ বিষয়ে স্পষ্ট ঘোষণা প্রত্যাশা করছেন চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন