অবৈধভাবে বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশ মোকামে পাচারকালে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে শিকার নিষিদ্ধ ১২০ মণ জাটকা বোঝাই একটি ট্রলার জব্দ করেছে প্রশাসন। কোস্টগার্ডের সহায়তায় আজ মঙ্গলবার সকাল ১০টায় এই অভিযান চালায় মৎস্য অধিদপ্তর। তবে এর সাথে সংশ্লিস্ট কাউকে আটক করতে পারেনি তারা। পরে জব্দকৃত জাটকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংসহ অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, সমূদ্রে আহরণ করা বিপুল পরিমাণ জাটকা ভোলার তজুমদ্দিন থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে কোস্টগার্ডের সহায়তায় কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে শিকার নিষিদ্ধ ১২০ মণ জাটকা বোঝাই একটি ট্রলার আটক করেন তারা। তবে কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তাদের দেখে ট্রলারে থাকা লোকজন নদীতে লাফিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি কোস্টগার্ড।
পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইনের উপস্থিতিতে জব্দকৃত জাঁটকা বিভিন্ন এমিতখানা ও লিল্লাহ বোডিং এবং অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা বিমল দাস।
বিডি প্রতিদিন/এ মজুমদার