সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতার দাবিতে সিরাজগঞ্জ পৌর কর্মচারী-কর্মকর্তারা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন।
সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয়ে আজ দুপুরে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, পৌর সচিব লুৎফর রহমান, পৌর কর্মসচারী এসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, হিসাব রক্ষন কর্মকর্তা আনিছুজ্জামান, কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আল-আমিন সেখ, পৌর কর্মচারী সাখাওয়াত হোসেন, কাওছার আক্তার দেওয়ান ও জাহিদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতার দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার