জয়পুরহাটের কালাইয়ে নবীর হোসেন (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নবীর হোসেন পাঁচবিবি উপজেলার মহীপুর গ্রামের মানিক মণ্ডলের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার মুড়াইল গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান, মঙ্গলবার সকালে মুড়াইল গ্রামের একটি পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুকুরে ডুবে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন