সিরাজগঞ্জের কামারখন্দে ৬ কেজি গাঁজাসহ মরিয়ম বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার ভারাঙ্গা গ্রামের মাদক ব্যবসায়ী সাইদুর রহমানের স্ত্রী।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ আবু ওবায়দা খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মরিয়মের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘরের বারান্দার মাটির নিচে পুঁতে রাখা ৬ কেজি ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার এবং তাকে আটক করা হয়। দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশন দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার