টাঙ্গাইলের সখীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবকে সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অন্ডকোশে লাথি দিয়ে আবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃদ্ধের ছেলে শামছুল আলম বাদী হয়ে শেখ জাহাঙ্গীর আলমকে আসামী করে সখীপুর থানায় একটি হত্যা মামলা করেছে। বৃদ্ধের বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকায়। তিনি মৃত গটু মিয়ার ছেলে ও সিমেন্টের খুঁটি ব্যবসায়ী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আবুল হোসেন সিমেন্টের খুঁটির পাওনা টাকা চাইতে গেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবকে সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে বৃদ্ধের তল পেটে ও অন্ডকোষে লাথি মারে বলে বৃদ্ধের সহযোগী তারা মিয়া বলেন। তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তারা মৃত ঘোষণা করেন।
থানা তদন্ত কর্মকর্তা গোলাম হোসেন বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে আবুল হোসেনের অন্ডকোষ ফুলে গেছে। হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/মাহবুব