র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার বড়িয়াহাট বাজার এলাকা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বারপাইখা নওদাপাড়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. জাকির হোসেন(২৭)। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার