৫ দফা দাবিতে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি। মঙ্গলবার দুপুরে বাবুগঞ্জের খানপুরায় রাশেদ খান মেনন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের শুরুর স্থলে গিয়ে শেষ হয়।
এর আগে রাশেদ খান মেনন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি বজলুর রহমান মাষ্টারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ। বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, যুব মৈত্রীর সহ-সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে কৃষকদের ৫ দফা তথা কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরা, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, সর্বস্তরে ঘুষ-দুর্নীতি ও দুর্বত্তায়ন নির্মূল, কৃষি উপকরনের ভর্তুকি সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেয়া এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি জানান।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল