নাটোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মুনিরুজ্জামান ভুঁঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পিএ.এম.এস পরিচালক পবিত্র কুমার সাহা। এছাড়াও নাটোর পৌরসভা মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত এবং জেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপির দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্য শেষে আনসার ও ভিডিপির প্রতিনিধিদের মাঝে ভালো কাজের পুরস্কার স্বরুপ ১টি টিভি, ১টি বাইসাইকেল, ৫টি সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল