নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা আইন লংঘন, মূল্য তালিকা প্রকাশ্যে না টাঙ্গানো ও মাছ বিক্রেতাদের বিরুদ্ধে পরিমাণ কম দেয়ার অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাফুজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ওমর ফারুকের রেষ্টুরেন্টে ৫ হাজার টাকা, মিজানুর রহমানের রেষ্টুরেন্টে ৩ হাজার টাকা, বেলায়েত হোসেনের রেষ্টুরেন্টে ২ হাজার টাকা, মাছ ব্যবসায়ী সায়েদুল হকের ১ হাজার টাকা ও আবুল হোসেনের ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল