কক্সবাজারের টেকনাফের হ্নীলা পূর্ব রঙ্গীখালিতে তুচ্ছ ঘটনায় গুলিতে এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। এছাড়া আরেক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ বিকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হ্নীলা রঙ্গীখালী এলাকার দিনমজুর কাদের হোসেনের ছেলে সাদেক হোসেন (৭)। আহত শিশু মুজাহিদ (৭) ।
জানা গেছে, ঘরের বেড়া ঠেলাঠেলির অভিযোগে আহত মুজাহিদের মা নুর আয়েশা প্রতিবেশী ঘাতক বেলাল উদ্দিনকে (৩৫) বকাবকি করে। এতে সে উত্তেজিত হয়ে ঘরের ভেতর থেকে অবৈধ কাটা রাইফেল বের করে নুর আয়েশা বেগমকে লক্ষ্য করে গুলি ছুড়ে। নুর আয়েশা বেগম সরে গেলে প্রতিবন্ধী শিশু সাদেক হোসেন গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
এদিকে উত্তেজিত জনতা ঘাতক বেলাল উদ্দিকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে গিয়ে টেকনাফ মডেল থানার এস আই মহির খান ঘাতক বেলালকে আটক করে থানায় নিয়ে আসে ।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল