বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপির পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে আমতলী এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা। উপজেলা সভাপতি সুজাউদদৌলা সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, আবুল বাশার, মেহেদী হাসান হিমু, লুৎফুল হায়দার রুমি, সিরাজুল ইসলাম, নূরে আযম বাবু, শাহজাহান আলী মুকুল, লুৎফর রহমান, মতিউর রহমান, আব্দুর রাজ্জাক, শামীম আহমেদ, যুবদলের শহিদুল ইসলাম স্বপন, ছাত্রদলের আসাদুজ্জামান শোভন প্রমুখ।
অনুষ্ঠানে ভিপি সাইফুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়ার ষড়যন্ত্র চলছে। এ জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা বলেন, আগামী নির্বাচনে তাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নর করা হবে। তিনি এলাকাবাসীর পাশে আছেন এবং বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সারিয়াকান্দির উন্নয়ন করে যেতে চান।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল