বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে মো. বাদশা (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। আজ বিকেলে চিম্বুক-নিলগিরি সড়কের ৪ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ১২ পর্যটক।
নিহত পর্যটকের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে করে কয়েকজনের একটি দল নিলগিরি যাচ্ছিল। এসময় শৈলপ্রপাত এলাকার ৪ মাইল পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. বাদশা নামে একজনের মৃত্যু হয়।
আহত হন একই গাড়িতে থাকা আরও ১২ পর্যটক। পরে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল