রাজশাহীর একটি কারিগরি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে সোমবার সকালে ওই অধ্যক্ষের শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
অভিযুক্ত অধ্যক্ষের নাম জহুরুল আলম রিপন (৪০)। নগরীর উপকণ্ঠ কাপাশিয়া এলাকার ‘মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ নামে একটি কারিগরি কলেজের অধ্যক্ষ তিনি। ভুক্তভোগি ওই ছাত্রী কলেজটির স্কুল শাখার নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ভালো ফলাফলের প্রলোভন দেখিয়ে অধ্যক্ষ রিপন ওই ছাত্রীকে প্রায়ই অনৈতিক প্রস্তাব দিতেন। কিন্তু ওই ছাত্রী এতে সাড়া দিতেন না। রবিবার দুপুরে অধ্যক্ষ ওই ছাত্রীকে কৌশলে তার অফিসে ডাকেন। এরপর তাকে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে কলেজের অন্য শিক্ষকরা এগিয়ে যান। ঘটনা জানতে পারেন কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসীও। তখন অধ্যক্ষ রিপন কলেজ থেকে পালিয়ে যান। পরে ওই ছাত্রী তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের এ ব্যাপারে জানান।
এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার স্বজন এবং এলাকাবাসী। সোমবার সকালে তারা কাপাশিয়া এলাকায় বিক্ষোভ শুরু করেন। এরপর তারা অধ্যক্ষ রিপনের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে মানববন্ধন করেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এলাকাবাসী ওই অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছেন। শাস্তির দাবিতে তারা মানববন্ধনও করেছেন। কিন্তু কেউ এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
অভিযোগের ব্যাপারে কথা বলতে সোমবার দুপুরে অধ্যক্ষ জহুরুল আলম রিপনের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তাই এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ