রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে, নারী জাগরণের অগ্রদূতী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মভূমি সংলগ্ন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র-এ সৌন্দর্যের এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে। বাংলা একাডেমির পরিচালিত এই কেন্দ্রে রোকেয়ার ভাস্কর্যের ডানদিকে সেঞ্চুরি প্ল্যান্ট বা শতাব্দী উদ্ভিদ দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করছে।
গাছের বৈশিষ্ট্য
- বৈজ্ঞানিক নাম: সেঞ্চুরি প্ল্যান্ট (শতাব্দী উদ্ভিদ)
- জন্মস্থান: মেক্সিকো
- লম্বা মোথাযুক্ত ছোট কাণ্ডের গাছ
- পাতা: লম্বা, কিনার হলুদ, মাঝখানে সবুজ
- পাতার কাঁটাযুক্ত কিনারায় দর্শনার্থীরা মাঝে মাঝে নাম লিখে থাকেন, যা বয়স বাড়ার সঙ্গে বড় হয়
- মঞ্জরি: বড়, ফুল হালকা হলুদ
- ফল: গোলাকার, জুলাই-অক্টোবর মাসে হয়
- গাছের আয়ু: ১০-৩০ বছর
- ব্যবহৃত হয় শোভা বৃদ্ধির জন্য
- অনেকে এটিকে আমেরিকান ঘৃতকুমারী হিসেবেও চেনেন। এটি বিশ্বব্যাপী শোভাময় উদ্ভিদ হিসেবে চাষ করা হয়।
বাংলা একাডেমির সহপরিচালক এবং বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, “এক সময় সারা দেশে জন্মাত এই গাছ, তবে এখন খুব কম জায়গায় দেখা যায়। দর্শনার্থীরা এর সৌন্দর্য দেখে মুগ্ধ হন।”
বিডি প্রতিদিন/আশিক