গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এখন অনেকটাই বিলুপ্তির পথে। এক সময়ে ঢাক-ঢোল বাজিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হলেও বর্তমান হারাতে বসেছে মহা আনন্দের এ বিনোদন মাধ্যম।
হারানো সংস্কৃতি ফিরে পেতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও হাওরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, যা দেখতে রবিবার বিকেলে হাওর প্রাঙ্গণে ঢল নামে হাজার হাজার দর্শনার্থীর।
প্রতিযোগিতায় জেলার ৮টি নৌকা অংশ নিলেও ফাইনালে যায় লামা পইল ও দৌলতপুর গ্রামের নৌকা। বৈঠার টান আর চলার গতি বাড়িয়ে জয়লাভ করে দৌলতপুরের নৌকা।
এর আগে, প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি শেখ সুজাত মিয়া। অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদসহ প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সভাপতি শাহ মো. রায়হান জানান, গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরে পেতেই গ্রামবাসীর সহযোগিতায় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তরুণ প্রজন্ম এ ঐতিহের সঙ্গে পরিচিতি ও হারানো সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই