বিএনপি জামায়াতের সাত নেতা-কর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি’র ৫, জামায়াতের ২ এবং বিভিন্ন মামলার পলাতক ১৬ জন রয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন নীলফামারী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তৌহিদ।
পুলিশ জানায়, পলাতক আসামিদের ছাড়াও অস্থিতিশীল পরিবেশ তৈরির আশংকায় বিএনপি জামায়াতের ওই সাতজনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আখতার জানান, গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ