কুমিল্লায় বাস চাপায় তাসলিম আক্তার নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া বিরতি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিম আক্তার জেলার বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামের আব্দুল হান্নান মিয়ার স্ত্রী।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিরতি হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি বাস তাসলিমাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার