শরীয়তপুরের জাজিরা উপজেলায় ধনিয়া ক্ষেতে ঝর্ণাকে ধর্ষণ চেষ্টার পর হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সুমন শেখ ও বাবুল মৃধা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়।
এর আগে গত শনিবার উপজেলার আড়াচন্ডি গ্রামের একটি ধনিয়া ক্ষেত থেকে ঝর্ণা বেগম (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের মা জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শনিবার রাতে লাশ উদ্ধারের পরে রবিবার রাতে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটক সুমন শেখ ও বাবুল মৃধা মিলে ঝর্ণাকে আড়াচন্ডি গ্রামের পাশের একটি ক্ষেতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূ চিৎকার দিলে আটক সুমন ও বাবুল তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান