ডিজিটাল আইন ২০১৮ বাতিল করার দাবিতে বগুড়ায় সমাবেশ করেছে বাসদ। সংগঠনের জেলা শাখার উদ্যোগে আজ বেলা সাড়ে ১১ টায় সাতমাথায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু। বক্তব্য রাখেন, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, দিলরুবা নূরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২৯ জানুয়ারি মন্ত্রী পরিষদে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এবারের ডিজিটাল আইন দুর্নীতিবাজদেরও নিরাপত্তা দেবে। এই আইনের ৩২ ধারা পর্যালোচনা করলেই দেখা যায়- এ আইন জনগণকে ও সংবাদ মাধ্যমকে ডিজিটাল নিয়ন্ত্রণ করার কালাকানুন ছাড়া কিছুই নয়। তাই অবিলম্বে এই আইন বাতিল করার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার