বরিশাল জেলার কালাবদর নদী থেকে একটি ট্রলার বোঝাই ১৫ মণ জাটকাসহ ৩ মৎস্য ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ড। আটককৃতদের আজ সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিলরুবা আক্তার ৩ মৎস্য ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এ ছাড়া ট্রলার মালিককেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত।
বিডি প্রতিদিন/এ মজুমদার