আগামি ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার সৃষ্টির আশংকায় রবিবার রাতে ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। আটককৃতরা হলেন, শিবপুর গ্রামের ছাত্রদল নেতা তুলিপ ফকির (৩০), পৌরসভার ১নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি গুনবহা গ্রামের তোরাব মোল্যা (৪০) ও পশ্চিম কামারগ্রামের বাসিন্দা জামায়াত সমর্থক মোস্তাফা কামাল (৩২)।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, আটককৃতদের আজ সোমবার আদালতে চালান দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার