হবিগঞ্জ শহরে পুলিশ নির্যাতন মামলায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ রাত ৩টার দিকে শহরের শায়েস্তানগরের ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদল নেতা সৈয়দ মুশফিক আহমেদকে গ্রেফতার করে। পরে পুলিশ রাত ৪টার দিকে উমেদনগর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদল নেতা হাফিজুল ইসলামকে গ্রেফতার করে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট (নির্যাতন) মামলার ওয়ারেন্ট রয়েছে।
এছাড়াও পুলিশের নিয়মিত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ সোমবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান