সরকারি ভাবে ই-সেবার প্রচারণা ও তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে খুলনার শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। আজ বিকালে সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিএন আনোয়ার।
মেলায় পাঁচটি প্যাভিলিয়নের আওতায় ৭৫টি স্টল রয়েছে। এখানে ই-সেবার পাশাপাশি ডিজিটাল সেন্টার, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জেলা ব্রান্ডিং, শিক্ষা ও তরুণ উদ্ভাবকদের আলাদা স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক মো. আমিন-উল আহসান উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। মেলা চলাকালীন রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিডি প্রতিদিন/এ মজুমদার