জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাউসি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। এঘটনায় লাইনচ্যুত হয়েছে বঙ্গবন্ধু যমুনা সেতুগামী ধলেশ্বরী ট্টেনের একটি বগি।
আজ বিকেল ৩টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু যমুনা সেতুগামী ধলেশ্বরী ট্টেন বাউসি রেলক্রসিং এলাকায় লাইনে উঠে আসা কলা বোঝাই একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরটি লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ট্রাক্টর চালক মিলন মিয়ার মৃত্যু হয়। নিহত মিলন মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায়। এঘটনায় ধলেশ্বরী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
এঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব সেকশনে ট্টেন চলাচল বন্ধ ছিল। সরিষাবাড়ির স্টেশনের স্টেশন মাস্টার আল জাহিদ নোমান জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ট্রেন চলাচল ফের শুরু হতে পারে বলে আশা করছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার