ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পুলিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচরের মিনু মোল্যার ছেলে মিলন মোল্যা (২৮) ও আলহাজ শেখের ছেলে চাঁন শেখ (২৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে একটি ট্রাককে পেছন থেকে ইটবাহী অপর একটি ট্রাক ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার