ফরিদপুরের ভাংগা উপজেলার পুলিয়া এবং সদর উপজেলার ধুলদি নামক স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধুলদি রেলক্রসিং পার হবার সময় একটি মোটর সাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়। দুর্ঘটনায় বাসের ২২ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে বাস যাত্রী ভারতীয় নাগরিক সুকান্ত মল্লিকসহ দুই জন মারা যায়।
অপরদিকে, সকাল সাড়ে নয়টার দিকে ভাংগা উপজেলার পুলিয়া নামক স্থানে ইট বোঝাই একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চালক মিলন মোল্যা নিহত হয়। আহত অবস্থায় ট্রাকের হেলপার চাঁন মিয়াকে হাসপাতালে নেবার পর সে মারা যায়। নিহতদের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাংগা হাইওয়ে থানায় রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার