সাতক্ষীরায় সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ। এসময় জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানায় ২৩জন, কলারোয়ায় ৬জন, তালা থানায় ৪জন, কালীগঞ্জ থানায় ৮জন ও শ্যামনগরে ৩জন, আশাশুনিতে ৫জন, দেবহাটায় ৭জন ও পাটকেলঘাটায় ৪জন আটক হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের ৪৪জন নেতা-কর্মী রয়েছে।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ