ভোলার গ্যাস বরিশালে সরবরাহের মাধ্যমে গ্যাস ভিত্তিক কারখানা স্থাপণ করে কর্মসংস্থান নিশ্চিত করা, বরিশালে রেল সংযোগ স্থাপণ এবং পুনর্বাসন ছাড়া রিক্সা-হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বরিশালে মানবন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি জোহরা রেখা, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের সভাপতিক সন্তু মিত্র ও সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগর। এছাড়া কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক তুষার সেন সহ অন্যান্যরা। বক্তারা তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার