ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় অভিযান চালিয়ে মো. খায়রুজ্জামান মামুন (৪৩) ও সত্য রঞ্জন বিশ্বাস (৬৬) নামের দুই ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-৮। আজ শহরের টেপাখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৮ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচউদ্দিন জানান, খায়রুজ্জামান ও সত্য রঞ্জন বিশ্বাস চিকিৎসা শাস্ত্রে কোর প্রকার ডিগ্রিধারী না হয়েও প্রতারণামূলক ভাবে নিজেদের ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে আজ টেপাখোলা বাজারস্থ উরবী মেডিকেল হলে অভিযান চালিয়ে ভুয়া এ দুই ডাক্তারকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক সিভিল সার্জন ডা. মো. হাফিজুর রহমানের উপস্থিতিতে আটককৃত দুইজনকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫২ ধারায় প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয়রা জানান, আটককৃত ভুয়া ডাক্তার খায়রুজ্জামান মামুন ও সত্য রঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার