কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার জীব বিজ্ঞান প্রশ্ন ফাঁসের দায়ে দুই যুবককে আটক করে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার তাদের আটক করে এ সাজা দেয়া হয়।
কারাদণ্ডে দণ্ডিতরা হল চান্দিনা উপজেলার মহারং গ্রামের ফুয়াদ হাসান ও পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের শাহরিয়ার শাহরিয়ার।
চান্দিনা থানার ওসি মো. আলী মাহমুদ জানান, চান্দিনা ড. ফিরোজ আহমেদ গার্লস স্কুলের সামনে এসএসসি জীব বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেয়ার সময় সাদা পোশাকধারী পুলিশ দুই যুবককে আটক করে। পরে চান্দিনা উপজেলা এসিল্যান্ড তুষার আহমেদের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে যুবকদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেয়। তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা