‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ শ্লোগানে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন।
গণশুনানিতে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলে এই সোনার বাংলাদেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার, গৌরনদীর পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মফিজুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবু সাঈদসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৮/ফারজানা