বরিশালে পটুয়াখালী থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকে তল্লাশি করে শিকার নিষিদ্ধ ২০ মণ জাটকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সকালে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের দপদপিয়া সেতুর টোলপ্লাজায় মৎস্য বিভাগের সহায়তায় এই অভিযান চালায় কোতয়ালী মডেল থানা পুলিশ।
আটককৃতরা হল ট্রাকের চালক মো. জাহাঙ্গীর হোসেন, হেলপার খলিল হোসেন ও জাটকা ব্যবসায়ী কার্তিক চন্দ্র। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা এবং লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে বিতরণ এবং আটক ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার