যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বারবালা এলাকায় ঝড়ে মাটির নীচে চাপা পড়ে আব্দুল আলীম নামে এক জেলের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল আলীম সদিয়াচাঁদপুর ইউপির বারবালা গ্রামের পুন্ডিত আলীর ছেলে। এছাড়াও ঝড়ে চরাঞ্চলের অন্তত ৩ শতাধিক কাচা ঘর-বাড়ি, ২৫টির মত নৌকা ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, সোমবার রাতে চৌহালী উপজেলার বারবালা, বোয়ালকান্দি ও স্থলচরে প্রবল ঝর বয়ে যায়। এসময় নৌকা নিয়ে আব্দুল আলীম ও তার ভাই বরিচান নদী তীরে আশ্রয় নেয়। এ সময় নদী তীর ভেঙ্গে তাদের দুই ভাইয়ের উপর পড়লে দুজনেই মাটির নীচে চাপা পড়ে যায়। কিছুক্ষণ পর বরিচান বের হতে পারলেও আলীম মারা যায়। পরে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে তার লাশ বেতিল কবরস্থানে দাফন করা হয়েছে।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান, ঝড়ে যেক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়া সম্ভব না হলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন