বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর ও ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৬ মণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আজ সীমান্ত ঘেষা রঘুনাথপুর ও ২ নম্বর ঘিবা সীমান্তের দুধের বিল থেকে এই গাঁজা উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি চোরাচালানীরা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ভারত থেকে পাচার করে বাংলাদেশের রঘুনাথপুর ও ঘিবা সীমান্তের কাছে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আরআইবির অধিনায়ক লে. কর্নেল খবির উদ্দিন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বেশ কিছু বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে প্রায় সাড়ে ৬ মণ গাঁজা পাওয়া যায়।
আরআইবির সিও লে. কর্নেল খবির উদ্দিন সরকার পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬ মণ গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার