চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া থেকে এক কেজি ৮০০ গ্রাম সোনাসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক রাকিব হোসেন (৩০) একই উপজেলার ধোপাখালী নতুনপাড়ার আব্দুর রহমানের ছেলে। আটককৃত সোনার দাম প্রায় ৫০ লাখ টাকা।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে গোপন সংবাদে তাকে আটক করা হয়।
৫৮ বিজিবির গয়েশপুর সীমান্ত ক্যাম্প ইনচার্জ জেসিও আব্দুস সাত্তার বলেন, গোপন সংবাদে জীবননগরের গোয়লপাড়ায় অভিযান চালানো হয়। এসময় গ্রামের পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন রাকিব হোসেনকে তল্লাশি করে তার কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। আটককৃত সোনা ও আসামিকে মামলাসহ পুলিশের কাছে হন্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন