পার্বত্যাঞ্চলের অনেক জনগোষ্ঠী এখনো পরিবার-পরিকল্পনার বিষয়ে অসচেতন বলে মন্তব্য করেছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
তিনি বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অপরিকল্পিত গর্ভধারণের কারণে বেশিরভাগ প্রসূতি মায়ের মৃত্যুর ঘটে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ, নিরক্ষর ও অসচেতন জনগোষ্ঠীর মধ্যে এসব ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ে প্রতি বছর অপরিকল্পিত গর্ভপাতের কারণে কি পরিমাণ মা ও শিশুর মৃত্যু হচ্ছে তার কোন সঠিক পরিসংখ্যা জানা না গেলেও এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো এ সমস্যা সমাধাণ করা সম্ভব। তৃণমূল পর্যায়ে এলাকা চিহ্নিত করে সরকারি-বেসরকারি স্বাস্থ্য কর্মীদের কাজের কর্মপদ্ধতি বৃদ্ধি করার আহবান জানান তিনি।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় বৃষ কেতু চাকমা এসব কথা বলেন।
রাঙামাটি মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেবী ত্রিপুরার স্বাগত বক্তব্য শেষে কর্মশালায় রাঙামাটি ডিষ্ট্রিক কনসালটেন্ট ও সহকারী পরিচালক (সিসি) শেখ রোকন উদ্দীনের সভাপতিত্বে এতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ঢাকা) এর সহকারী পরিচালক (কিউএ) (ডিপিএম) ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার, রাঙামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, রাঙামাটি মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. গৌরব দেওয়ান ও রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার উত্তম কুমার দাশ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক জেলার বিভিন্ন উপজেলা আগত কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে পরিবার পরিকল্পনা সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন